Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ বিষয় সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেখে নিই।
- কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার ‘Agricultural Infrastructure Fund' স্কিম চালু করলেন।
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 44th Chess Olympiad উদ্বোধন করলেন। প্রথম এই খেলা শুরু হয়েছিল 1927 সালে। ভারত এই প্রথম এই খেলার আয়োজন করেছে।
- Elections Commission of India অনুমোদন দিয়েছে যে 17 বছর হলে আগাম ভোটার লিস্টে নাম এনরোল করার জন্য আবেদন করতে পারবে। আগে, 18 বছর হলে তবে ভোটার লিস্টে নাম তোলার জন্য আবেদন করতে হত।
- 2022 এর কমনওয়েলথ গেমস 22তম সংষ্করন, ইংল্যান্ডের বার্মিংহামে আলেকজান্ডার স্টেডিয়ামে আয়োজিত হয়েছে। মোট 72টি দল এই খেলায় ভাগ নিয়েছে।
- সম্প্রতি পন্ডিচেরিতে 20 মিলিয়ন বছর পুরনো Fossils Wood Park পাওয়া গেছে।
- পাকিস্তানের প্রথম হিন্দু মহিলা DSP হলেন মনিষা রোপ্টা। 26 বছর বয়সে এই যোগ্যতা অর্জন করেছেন।
- সম্প্রতি চীনের প্রধানমন্ত্রী সি জিন পিং তাইওয়ান ইস্যু নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে সাবধান করেছে।
- ভারতে আয়োজিত 44th Chess Olympiad থেকে পাকিস্তান তাদের নাম সরিয়ে নিয়েছে। কাশ্মীর বিবাদ জনিত কারনে পাকিস্তান এই খেলায় অংশগ্রহণ করছে না।
- সম্প্রতি সামুদ্রিক সুরক্ষা নিয়ে ভারত, ফ্রান্স ও UAE মিলে ত্রীপাক্ষিক আলোচনা হয়েছে।
Download file link 👇