ভারতীয় বিপ্লবীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা, সাল এবং অভিযুক্ত বিপ্লবীদের নাম। পার্ট-২
Admin
0
হিন্দু ষড়যন্ত্র মামলা
সময়কাল: 1914 সাল
মামলার কারণ: প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতের ব্রিটিশ শাসনের উচ্ছেদের জন্য ষড়যন্ত্র মামলা শুরু হয়।
মামলায় অভিযুক্ত বিপ্লবীর নাম ও ফলাফল: লালা হরদয়াল অভিযুক্ত হন।
লাহোর ষড়যন্ত্র মামলা (প্রথম)
সময়কাল: 1915 সাল
মামলার কারণ: বিপ্লবী রাসবিহারী বসু উত্তর ভারতের বিভিন্ন সামরিক শিবিরে সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা করেন। এই পটভূমিতে তার সহকর্মী বিষ্ণু গণেশ পিংলে লাহোরের সেনা শিবিরে বোমা ও কার্তুজ-সহ ধরা পড়েন। ফলে লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয়।
মামলায় অভিযুক্ত বিপ্লবীর নাম ও ফলাফল: কাতার সিং, বিষ্ণু গণেশ পিংলে-সহ 17 জন বিপ্লবীর ফাঁসি হয়। মামলার প্রধান অভিযুক্ত আসামি রাসবিহারী বসু পি এন ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান।
ইন্দো-জার্মান ষড়যন্ত্র
সময়কাল: 1915 সাল
মামলার কারণ: মাভেরিক নামক একটি জার্মান জাহাজে করে ভারতে অস্ত্র আনা হচ্ছিল। অস্ত্র-সহ জাহাজটি উড়িশ্যার উপকূলে ধরা পড়লে এই মামলা শুরু হয়।
মামলায় অভিযুক্ত বিপ্লবীর নাম ও ফলাফল: বুড়িবালামের তীরে সম্মুখ যুদ্ধে বাঘাযতীনের মৃত্যু হয়। নীরেন্দ্রনাথ দাশগুপ্ত ও মনোরঞ্জন সেনগুপ্তের ফাঁসি হয়। জ্যোতিষ পালের জেল হয়।
রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা
সময়কাল: 1916 সাল
মামলার কারণ: কাবুলে বিপ্লবীরা রেশমি রুমালে চিঠিপত্র আদানপ্রদান করতে গিয়ে তা প্রকাশ হয়ে পড়ে। ফলে এই মামলা শুরু হয়।
মামলায় অভিযুক্ত বিপ্লবীর নাম ও ফলাফল: বরকতুল্লা, মৌলানা ওবেদুল্লা, মহেন্দ্র, প্রতাপ, মামুন হাসান, আবুল কালাম আজাদ প্রমুখ অভিযুক্ত হন।
কানপুর ষড়যন্ত্র মামলা
সময়কাল: 1924 সাল
মামলার কারণ: 4 জন কমিউনিস্ট বিপ্লবী নেতাদের ব্রিটিশ বিরোধী ক্রিয়াকলাপের পরিপ্রেক্ষিতে এই মামলা শুরু হয়।
মামলায় অভিযুক্ত বিপ্লবীর নাম ও ফলাফল: মুজফফর আহমেদ, এস এ ডাঙ্গে, সওকত উসমানি ও নলিনী গুপ্ত অভিযুক্ত হন।
কাকোরি ষড়যন্ত্র মামলা
সময়কাল: 1925 সাল
মামলার কারণ: বিপ্লবী ভগৎ সিংয়ের নির্দেশে বিপ্লবী রামপ্রসাদ বিসমিল উত্তরপ্রদেশের কাকোরি রেলস্টেশনে ট্রেনে ডাকাতি করে। এর পরিপ্রেক্ষিতে এই মামলা শুরু হয়।
মামলার কারণ: ঢাকায় একটি রাজনৈতিক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে এই মামলা শুরু হয়।
মামলায় অভিযুক্ত বিপ্লবীর নাম ও ফলাফল: পুলিনবিহারী দাস, ভূপেশ চন্দ্র নাগ, শ্যামসুন্দর চক্রবর্তী, কৃষ্ণকুমার মিত্র, সুবোধ মল্লিক, অশ্বিনী দত্ত-সহ 46 জন বিপ্লবী অভিযুক্ত হন। পুলিনবিহারী দাসের যাবজ্জীবন কারাদণ্ড হয়।
লাহোর বড়যন্ত্র মামলা (দ্বিতীয়)
সময়কাল: 1929 সাল
মামলার কারণ: বিপ্লবী ভগৎ সিং 1928 সালে লাহোরের পুলিশ ইন্সপেক্টর সন্ডার্সকে হত্যা করে। 1929 সালে ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত দিল্লিতে পার্লামেন্টের সামনে বোমা নিক্ষেপ করে। এর সূত্র ধরে লাহোর ও সাহারামপুরে বোমা তৈরির কারখানা আবিষ্কৃত হয়। এই পরিপ্রেক্ষিতে এই মামলা শুরু হয়।
মামলায় অভিযুক্ত বিপ্লবীর নামও ফলাফল: ভগৎ সিং, শুকদেব, রাজগুরু, বটুকেশ্বর দত্ত, প্রমুখের ফাঁসি' হয়। বিপ্লবী যতীন দাস 64 'দিন অনশন করে প্রাণ ত্যাগ করেন।
মীরাট ষড়যন্ত্র মামলা
সময়কাল: 1929-33 সাল
মামলার কারণ: দিল্লি আইনসভার সামনে বোমা নিক্ষেপকে কেন্দ্র করে এই মামলা শুরু হয়।
মামলায় অভিযুক্ত বিপ্লবীর নাম ও ফলাফল: এস এ ডাঙ্গে, মুজফফর আহমেদ, এস এস জোশ-সহ 32 জন বিপ্লবী অভিযুক্ত হন।