সমুদ্র বন্দরের নাম | যে স্থানে অবস্থিত | প্রয়োজনীয় তথ্য |
---|---|---|
ভাইজাক বন্দর | বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ | বঙ্গোপসাগরের তীরে এটি একটি প্রাকৃতিক বন্দর এবং ভারতের প্রাচীনতম জাহাজ কারখানা। |
কান্ডালা বন্দর | চেন্নাই, তামিলনাড়ু | পশ্চিম উপকূলের প্রধান সমুদ্র বন্দর। |
মাদ্রাজ বন্দর | চেন্নাই, তামিলনাড়ু | ভারতের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর এবং তামিলনাড়ুর বৃহত্তম সমুদ্র বন্দর। |
তুতিকোরিন বন্দর | তুতিকোরিন, তামিলনাড়ু | তামিলনাড়ুর দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। |
নভ সেবা জহরলাল নেহেরু বন্দর | মুম্বাই মহারাষ্ট্র | ভারতের বৃহত্তম পন্য বহনকারী এবং আরব সাগরের প্রধান সমুদ্র বন্দর। |
নিউ ম্যাঙ্গালোর বন্দর | কর্নাটক | আরব সাগরের পন্য বহনকারী বন্দর। |
মুম্বাই বন্দর | পশ্চিম মুম্বাই, মহারাষ্ট্র | ভারতের বৃহত্তম বন্দর। |
মার্মাগাও বন্দর | গোয়া | ভারতের সবচেয়ে প্রাচীন আধুনিক বন্দর। |
List of Important Seaports in India in Bengali | ভারতের গুরুত্বপূর্ণ সামুদ্রিক বন্দর।
August 02, 2022
0