List of Important Seaports in India in Bengali | ভারতের গুরুত্বপূর্ণ সামুদ্রিক বন্দর।

Important seaports in India


 
সমুদ্র বন্দরের নাম যে স্থানে অবস্থিত প্রয়োজনীয় তথ্য
ভাইজাক বন্দর বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ বঙ্গোপসাগরের তীরে এটি একটি প্রাকৃতিক বন্দর এবং ভারতের প্রাচীনতম জাহাজ কারখানা।
কান্ডালা বন্দর চেন্নাই, তামিলনাড়ু পশ্চিম উপকূলের প্রধান সমুদ্র বন্দর।
মাদ্রাজ বন্দর চেন্নাই, তামিলনাড়ু ভারতের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর এবং তামিলনাড়ুর বৃহত্তম সমুদ্র বন্দর।
তুতিকোরিন বন্দর তুতিকোরিন, তামিলনাড়ু তামিলনাড়ুর দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর।
নভ সেবা জহরলাল নেহেরু বন্দর মুম্বাই মহারাষ্ট্র ভারতের বৃহত্তম পন্য বহনকারী এবং আরব সাগরের প্রধান সমুদ্র বন্দর।
নিউ ম্যাঙ্গালোর বন্দর কর্নাটক আরব সাগরের পন্য বহনকারী বন্দর।
মুম্বাই বন্দর পশ্চিম মুম্বাই, মহারাষ্ট্র ভারতের বৃহত্তম বন্দর।
মার্মাগাও বন্দর গোয়া ভারতের সবচেয়ে প্রাচীন আধুনিক বন্দর।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad