Daily Important Current Affairs in Bengali - 27 August 2022 | বাংলায় দৈনিক গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স

◾ Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে  প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ বিষয় সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেখে নিই।

➡ প্রতি বছর 26 অগাস্ট International Dog Day পালন করা হয়। এটি প্রথম 2004 সালে পশু কল্যাণ কর্মী এবং বিশেষজ্ঞ কলিন পেইজ দ্বারা উদযাপন করা হয়েছিল। তিনি জাতীয় বন্যপ্রাণী দিবসেরও প্রতিষ্ঠাতা।

➡ সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যে দুটি রেলপথ ব্যাবস্থার উন্নতি সাধন করতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই প্রকল্পের মধ্যে প্রথমে রয়েছে খুলনা-দর্শনার মধ্যে একটি নতুন ব্রড-গেজ লাইন নির্মাণ এবং দ্বিতীয়টিতে পার্বতীপুর ও কাউনিয়ার মধ্যে একটি মিটার-গেজ লাইনকে ডুয়েল-গেজ লাইনে রূপান্তর করা হবে।

➡ উত্তরপ্রদেশ সরকার কনৌজকে সুগন্ধি পারফিউম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য  উত্তরপ্রদেশ সরকার 2022 সালের ডিসেম্বরে কনৌজে একটি আন্তর্জাতিক সুগন্ধি পারফিউম মেলার আয়োজন করবে।

➡ প্রথম খেলো ইন্ডিয়া মহিলা জুডো টুর্নামেন্ট 27 আগস্ট 2022 থেকে শুরু হবে। নতুন দিল্লির কেডি যাদব ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হবে।

➡ 31তম ব্যাস সম্মানে ভূষিত হতে চলেছেন ডঃ আসগর ওয়াজাহাত। ইনি একজন সুপরিচিত হিন্দি লেখক।  ❝মহাবালি❞ নাটকের জন্য তাকে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। কে কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা বার্ষিক পুরস্কার এবং চার লক্ষ টাকা প্রদান করা হয়। এই পুরষ্কার প্রথম দেওয়া শুরু হয় 1991 সালে।

➡ আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (IMF) ভারতের Executive Director হিসাবে নিযুক্ত হয়েছেন কৃষ্ণমূর্তি সুব্রামানিয়ান। তার মেয়াদ নভেম্বর 2022  থেকে পরবর্তী 3 বছর চলবে। 

➡ বিশিষ্ট বিজ্ঞানী ডঃ সামির ভি কামাতকে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (DRDO) নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। DRDO সদর দপ্তর নিউ দিল্লি এবং প্রতিষ্ঠা সাল 1958।

➡ জার্মানির প্রাক্তন চ্যান্সেলর অ্যাঞ্জেলো মার্কেল 2022 UNESCO শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। 

➡ ভারতের সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির বিশ্ব ব্যাটমিন্টন চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অর্জন করেছেন। প্রথম ভারতীয় জুটি হিসেবে তারা পুরুষদের দ্বৈত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন।

➡ DRDO পোখরানে Pinaka Extended Renge Rocket   সফলভাবে পরীক্ষা করেছে।

পূর্ববর্তী কারেন্ট অ্যাফেয়ার্স
26-08-2022 Click Here
পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স
28-08-2022 Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad