Daily Important Current Affairs in bengali - 25 August 2022 | বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স


Current Affairs হল এমন একটা টপিক যেখান থেকে  প্রতিটি Competitive Exams -এ প্রশ্ন আসবেই। এই টপিক আপনি কখোনই এড়িয়ে যেতে পারবেন না। জ্ঞ্যান অর্জনের পাশাপাশি পৃথিবীতে কোথায় কি হচ্ছে তা জানতে পারবেন, অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে পারবেন। তাই আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ বিষয় সংগ্রহ করে, খুব ভালো ভাবে উপস্থাপন করার চেস্টা করি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেখে নিই।

➡ ভারত 2022 সালের অক্টোবরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সন্ত্রাস বিরোধী (counter terrorism) দমনে একটি বিশেষ বৈঠকের আয়োজন করবে। UNSC বর্তমান অস্থায়ী সদস্য দেশগুলি হল - ভারত, আলবেনিয়া, ব্রাজিল, গ্যাবন, ঘানা, আয়ারল্যান্ড, কেনিয়া, মেক্সিকো, নরওয়ে এবং সংযুক্ত আরব আমিরাত। স্থায়ী সদস্য দেশগুলি হল- মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং চীন। UNSC তে অস্থায়ী সদস্য দেশ হিসাবে ভারতের মেয়াদ 2022 সালের ডিসেম্বরে শেষ হবে।

➡ ভারতে এক ধরনের নতুন ভাইরাস ❝Tomato flu❞ শনাক্তকরন করা হয়েছে। যারা এই ভাইরাসে দ্বারা আক্রান্ত তাদের ত্বকে লাল ফোসকা, জয়েন্টে ব্যথা এবং জ্বরের মতো উপসর্গের লক্ষন মিলেছে।

➡ সম্প্রতি PNB Housing Finance এর Chief Financial Officer (CFO) থেকে পদত্যাগ করেছেন কৌশল মিথানি। PNB হাউজিং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দ্বারা পরিচালিত হয়। 

➡ বিক্রম দোরাইস্বামী যুক্তরাজ্যে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন।

➡ বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিযুক্ত হতে চলেছেন প্রণয় কুমার ভার্মা।

➡ DRDO এবং ভারতীয় নৌবাহিনী Short range Surface to air Missile VL-SRSAM  সফলভাবে পরীক্ষা করেছে। এটি ওড়িশার উপকূলে চন্ডিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে সফলভাবে পরীক্ষা করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি DRDO দ্বারা দেশীয়ভাবে ডিজাইন এবং বিকাশ করা হয়েছে।

➡ India Clean Air Summit-2022 বেঙ্গালুরুতে আয়োজিত হতে চলেছে। এই ককজ আয়োজন করবে Centre for Air Pollution Studies and the Centre for Study of Science, Technology and Policy. 2022 এ এটি 6তম সংষ্করন। 2022 এর থিম ❝The Right to Life: Citizens at the Centre of Science❞.

➡ সম্প্রতি ❝NETAJI : Subhas Chandra Bose's Life, Politics and Struggle❞ শিরোনামে বইটি লিখেছেন কৃষ্ণ বোস। এই বইটির বাংলা অনুবাদ করেছেন সুমন্ত্ৰ বোস।

➡ সম্প্রতি গবেষকদের একটি দল ভারত ও শ্রীলঙ্কায় একটি নতুন প্রজাতির বাদুড়ের সন্ধান পেয়েছে। এই নতুন প্রজাতির বাদুড়ের নাম দেওয়া হয়েছে ❝মিনিওপ্টেরাস ফিলিপসি।❞

➡ সম্প্রতি ঝাড়খণ্ড রাজ্য সরকার ব্রিটিশ হাই কমিশনার এর সাথে একটি স্কলারশিপ মূলক চুক্তি স্বাক্ষর করেছে। এই বৃত্তিটি যুক্তরাজ্যে এক বছরের মাস্টার্স করার জন্য সম্পূর্ণ আর্থিক সহায়তা প্রদান করা হবে। ভারতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার হলেন অ্যালেক্স এলিস।


পূর্ববর্তী কারেন্ট অ্যাফেয়ার্স
24-08-2022 Click Here
পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স
26-08-2022 Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad