Daily Current Affairs July 25-07-22 | বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

1.World embryologist (ভ্রূণবিদ্যা) day-25 July 


2.ভারতের প্রথম তপশিলি উপজাতি রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুরমু। 25.07.22 থেকে দায়িত্ব গ্রহণ করলেন।

>ইনি ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি।


3.সম্প্রতি WHO 'মাংকি পক্স' এর জন্য 'Global Health Emergency Declare' করেছে।

>WHO- World World Health Organisation

>সদর দপ্তর -জেনেভা সুইজারল্যান্ড


4.সম্প্রতি International Human Right Commission শ্রীলঙ্কাকে অনুরোধ করেছে যে বিক্ষোভকারীদের উপর সেনাবাহিনী যেন আক্রমণ না করে।

>সম্প্রতি শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন দীনেশ গুনবর্ধনে।


5.সম্প্রতি Commonwealth Games 2022 অনুষ্ঠিত হতে চলেছে ইংল্যান্ডের বার্মিংহাম এ।


7.Commonwealth games 2022 ভারতের পুরুষ হকি দলের ক্যাপ্টেন হলেন মনপ্রীত সিং।


8.ভারতের অনু রাণী জ্যাকলিন থ্রোতে World Championship Final Match এ সপ্তম স্থান দখল করেছেন।


9.সম্প্রতি হরিয়ানা সরকার ব্রাজিল দেশের সাথে Indigenous Cow Breeds এর জন্য চুক্তি স্বাক্ষর করেছে।


10.ISRO সম্প্রতি Human Space Flight Expo উদঘাটন করলেন বেঙ্গালুরুতে।

>ISRO- Indian Space Research Organisation

>সদর দপ্তর- বেঙ্গালুরু

> চেয়ারম্যান- S.P Somnath





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad