দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
Current affairs 23/07/22
1.Pi Approximation Day পালন করা হয় প্রতি বছর ২২শে জুলাই।
2.RattanIndia Power-এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন ব্রিজেস গুপ্ত।
3.India Innovation Index 2021-4 'Major States' শীর্ষস্থানে রয়েছে কর্ণাটক।
4. Perodua Malaysia Masters 2022-এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন ইন্দোনেশিয়ার Chico Aura Dwi Wardoyo এবং মহিলা বিভাগে জিতলেন দক্ষিণ কোরিয়ার Se Young।
5.সম্প্রতি ৫৮ বছর বয়সে মারা গেলেন পদ্মশ্রী প্রাপ্ত বিজ্ঞানী ড. অজয় পারিদা।
6.স্থানীয় তাঁতিদের অর্থনৈতিক সহায়তা করতে "স্বনির্ভর নারী" স্কিম লঞ্চ করলো আসাম সরকার।
7.৫ বছরের জন্য Insolvency and Bankruptcy Board of India (IBBI)- এর হোল টাইম মেম্বার হিসেবে নিযুক্ত হলেন জয়ন্তী প্ৰসাদ।
8.2021 ICAR সর্দার প্যাটেল অ্যাওয়ার্ড ন্যাশনাল একাডেমি অফ এগ্রিকালচারাল রিসার্চ ম্যানেজমেন্ট (NAARM) এর জন্য।
9. The Resilient Entrepreneur" শিরোনামে বই লিখলেন ধ্রুতি শাহ।
10. সম্প্রতি "Payment in Chat" ফিচার আনলো Instagram।
Current affairs 24/07/22
1. বিল গেটসকে অতিক্রম করে Forbes Real -Time billionaires list এ চতুর্থস্থান অধিকার করলেন গৌতম আদানি।
2. সম্প্রতি কুয়েতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন Sheikh Mohammed Sabah Al Salem.
3. সম্প্রতি ইতালির প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন Mario Draghi .
4. The International hockey federation (IHF) এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন ইজিপ্টের সেইফ আহমেদ।
5. সম্প্রতি শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন দীনেশ গুনবর্ধনে।
6. দুইদেশের শিক্ষার্থীদের শিক্ষাগত ডিগ্রীর পারস্পরিক স্বীকৃতি দেওয়ার জন্য যুক্তরাজ্যের সাথে চুক্তি স্বাক্ষর করলো ভারত।
7. Smart City fund এর যথাযথ ব্যবহার শীর্ষস্থানে রয়েছে তামিলনাড়ু।
8. 13th Petersberg Climate Dialogue শুরু হলো জার্মানিতে।
9. সম্প্রতি বিহারের State skill development mission এর সাথে MoU স্বাক্ষর করলো Flipkart.
10. আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী Denesh Ramdin ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ।