Daily Important Current Affairs
1. মহারাষ্ট্র রাজ্যে গ্রামীণ যোগাযোগের উন্নতির জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) এবং ভারত সরকার কত মিলিয়ন ডলার লোন স্বাক্ষর করেছে?
a) 100 মিলিয়ন ডলার
b) 200 মিলিয়ন ডলার
c) 300 মিলিয়ন ডলার
d) 400 মিলিয়ন ডলার
সঠিক উত্তর c) -300 মিলিয়ন ডলার
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য :-
- এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিষ্ঠা সাল 19 ডিসেম্বর 1966
- এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর মানিলা, ফিলিপিনস।
- এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট – Masatsuga Asakawa
2. ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?
a) এস এল ত্রিপাঠী
b) প্রকাশ রঞ্জন খাড়া
c) সতীশ কুমার
d) বিনোদ আগরওয়াল
সঠিক উত্তর a)- S.L. ত্রিপাঠী
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
- ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানির সদর দপ্তর চেন্নাই
- ইউনাইটেড ইন্ডিয়া ইন্সুরেন্স কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার গিরিশ রাধাকৃষ্ণণ।
3. 2021 রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কতজন শিক্ষকদের জাতীয় পুরস্কার দেওয়ার ঘোষণা করলেন?
a) 41
b) 42
c) 43
d) 44
সঠিক উত্তর d) -44
4. খাদ্য প্রক্রিয়াকরণ সপ্তাহ কবে পালন করা হয়?
a) 1 থেকে 6 সেপ্টেম্বর
b) 6 থেকে 12 সেপ্টেম্বর
c) 12 থেকে 18 সেপ্টেম্বর
d) 18 থেকে 24 সেপ্টেম্বর
সঠিক উত্তর b)- 6 থেকে 12 সেপ্টেম্বর
* বর্তমানে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হলেন পশুপতি পরেশ।
5. 2021 এ ডুরান্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে?
a) দিল্লি
b) মুম্বাই
c) কলকাতা
d) চেন্নাই
সঠিক উত্তর c)- কলকাতা
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য
- এবছর 130 তম সংস্করণ।
- প্রথম ডুরান্ড কাপ শুরু হয়েছিল 1888 সালে।
- ডুরান্ড কাপ ভারতের একটি ঐতিহ্যপূর্ণ ফুটবল প্রতিযোগিতা।
6. 'Back to the Roots' বইটি কার লেখা?
a) তামান্না ভাটিয়া
b) সাঁই পল্লবী
c) কাজল আগারওয়াল
d) অনুষ্কা শেট্টি
সঠিক উত্তর a)– তামান্না ভাটিয়া
7. কোন রাজ্য ‘ Be The Warrior' ক্যাম্পেন চালু করল?
a) কর্ণাটক
b) কেরল
c) তামিলনাড়ু
d) অন্ধপ্রদেশ
সঠিক উত্তর b)- কেরল
- কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
- কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান।
8. ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক কাকে ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে নিযুক্ত করল?
a) রানী রামপাল
b) স্মৃতি মন্ধনা
c) মিতালি রাজ
d) a এবং b
সঠিক উত্তর d) রানী রামপাল এবং স্মৃতি মন্ধনা
- রানী রামপাল একজন ভারতীয় হকি প্লেয়ার।
- স্মৃতি মন্ধনা একজন ভারতীয় ক্রিকেট খেলোয়াড়।
9. ইন্টারন্যাশনাল রোড ফেডারেশন ইন্ডিয়ার সভাপতি পদে কে নিযুক্ত হলেন?
a) সতীশ পারেক
b) ভূপেশ বাঘেল
c) মহেশ শর্মা
d) সঞ্জীব অধিকারী
সঠিক উত্তর a) - সতীশ পারেক
10. ICC Men's T20 Cricket World Cup 2021 কোথায় অনুষ্ঠিত হবে?
a) India
b) UAE and Oman
c) Australia
d) Inland
সঠিক উত্তর b)- UAE and Oman
সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য:-
- আইসিসি এর সদর দপ্তর দুবাই, ইউনাইটেড আরব এমিরেটস।
- আইসিসি এর বর্তমান চেয়ারম্যান গ্রেক বার্কলে।
- আইসিসি এর বর্তমান ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা।
- মোট 104 টি সদস্য দেশ অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিদিনের কারেন্ট এফেয়ার্স পেতে নিয়মিত আমাদের সাইটে ভিজিট করুন।